তৃতীয়বার করোনায় আক্রান্ত ঢাবি প্রক্টর গোলাম রব্বানী
তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে আছেন তিনি।
মঙ্গলবার (১২ জুলাই) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. গোলাম রব্বানী নিজেই।
বিজ্ঞাপন
প্রক্টর বলেন, তৃতীয়বারের মতো করোনার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাসায় আইসোলেশনে আছি এবং চিকিৎসা নিচ্ছি। এই মুহূর্তে মৃদু জ্বর ছাড়া শারীরিক তেমন কোনো জটিলতা অনুভব করছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবার কাছে দোয়া কামনা করছি।
এর আগে গত বছরের মার্চ এবং এপ্রিলে দুই দফায় করোনায় আক্রান্ত হন প্রক্টর। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের বুস্টার ডোজ নিয়েছিলেন।
বিজ্ঞাপন
এইচআর/জেডএস