ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগসমূহের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা। কেন্দ্রের সামনে ও আশপাশের এলাকায় ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা ভিড় করছেন। কেন্দ্র সংলগ্ন মূল সড়কেও সকাল থেকেই গাড়ির চাপ দেখা গেছে।

সরেজমিনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ঘুরে দেখা যায়, মিরপুর রোডের সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত গাড়ি, রিকশা, প্রাইভেটকার ও মোটরসাইকেলের তীব্র চাপ রয়েছে। সময়মতো পৌঁছাতে পায়ে হেঁটেও কেন্দ্রে আসতে দেখা যায় অনেককে। 

এদিকে, ঢাকা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রদুটি পাশাপাশি হওয়ায় মিরপুর রোড,  নিউমার্কেট, নায়েম সড়কে বেশ চাপ রয়েছে। সড়কে যানজট নিয়ন্ত্রণে সকাল থেকেই ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যদের কাজ করতে দেখা যায়। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য।

ছুটির দিন হলেও সড়কের জ্যাম ঠেলেই পরীক্ষা কেন্দ্রে আসতে হচ্ছে বলে জানান তারেক আজিজ নামের এক অভিভাবক। তিনি বলেন, কলাবাগান থেকে থেমে থেমে যানজট। সকালে রওনা দিয়েও সময়মতো আসতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় ছিলাম। আশপাশের কেন্দ্রগুলো একেবারেই লাগোয়া হওয়ায় সড়কে কিছুটা চাপ পড়েছে।

নারায়ণগঞ্জ থেকে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ফাতেমা তাজরিয়ান নূর বলেন, সাত কলেজ আমার শেষ ভরসার জায়গা। গুচ্ছে নম্বর তুলতে না পারায় ভর্তির সুযোগ হয়নি। এখন শেষ সুযোগ হিসেবে সাত কলেজে ভর্তি পরীক্ষা দিচ্ছি। 

ফাহাদ হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, ঢাকার ভেতরে যেকোনো সরকারি কলেজে পড়াশোনা করার ইচ্ছা। তাই সাত কলেজ শুরু থেকেই আমার পছন্দের তালিকায়। সিলেবাস ও মানবণ্টন অনুসারে যথাসাধ্য প্রস্তুতি নিয়েছি। বাকিটা আল্লাহ ভরসা। 

আরএইচ