এআইইউবি আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) অফিস অব স্পোর্টস এর উদ্যোগে আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ আগস্ট) এআইইউবি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।
বিজ্ঞাপন
এসময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং অংশগ্রহণকারী কলেজগুলোর প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরীর ৩২টি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ এআইইউবির অফিসিয়াল ফেসবুক পেজে সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এআইইউবির মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
জেডএস