ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।

তিনি বলেন, খাতা মূল্যায়নসহ আনুষঙ্গিক কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা চূড়ান্ত বৈঠকের পর ফল প্রকাশ করব। আশা করছি দুয়েকদিনের মধ্যেই এটি (ফল প্রকাশ) সম্ভব হবে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে যেন দ্রুতই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হয়।

১৯ আগস্ট রাজধানীর ১২টি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান এ তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন ছিল।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেওয়া তথ্য মতে, এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩৮ হাজার ৬২৭টি।

আরএইচটি/আরএইচ