ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হবে। রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

পরীক্ষা নিতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন।

বৃহস্পতিবার রাতে তিনি বলেন, আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। সাত কলেজসহ মোট আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা সকাল থেকে কেন্দ্রগুলোতে থাকব। 

জানা গেছে, সাত কলেজে বাণিজ্য ইউনিটের বিভাগগুলোতে এ বছর মোট আসনসংখ্যা ৫ হাজার ৩১০টি। এর বিপরীতে ভর্তির জন্য প্রায় সাড়ে ২৬ হাজার আবেদন পড়েছে।
 
আরএইচটি/আরএইচ