আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে শিক্ষা ভবনের বিভিন্ন প্রকল্পে ইন্টারনেট সরবরাহে অপারগতা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।   

বুধবার (২ নভেম্বর) মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সই করা বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে মাউশি কর্তৃক ইন্টারনেট সার্ভিস দেওয়া করা সম্ভব হবে না। 

রাজস্বভুক্ত ব্যয় থেকে প্রকল্পের ইন্টারনেট সরবরাহে অডিট আপত্তি হবে, বিধায় প্রকল্পে মাউশি কর্তৃক ইন্টারনেট সরবরাহ চলমান রাখা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া শিক্ষা ভবনে মাউশির প্রকল্পসমূহকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেটের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

এমএম/আরএইচ