চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এ বছর সবচেয়ে বেশি পাসের হার বিজ্ঞান বিভাগে এবং সর্বনিম্ন পাসের হার মানবিক বিভাগে।  সাধারণ ৯টি শিক্ষাবোর্ডে গ্রুপভিত্তিক পরিসংখ্যানে এ চিত্র দেখা গেছে।

এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৭ দশমিক ৯ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৮০ দশমিক ৮২ শতাংশ। এছাড়া বাণিজ্য বিভাগে ৯১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন৷ 

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩ হাজার ৭৮৯টি কেন্দ্রে ২৯ হাজার ৬৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী অংশ নেন। পাস করেন ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। 

মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ৯ লাখ ৯৮ হাজার ১৯৩ জন ছাত্র এবং ৯ লাখ ৯৫ হাজার ৯৪৪ জন ছাত্রী ছিলেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ৮ লাখ ৭০ হাজার ৪৬ জন ছাত্র এবং ৮ লাখ ৭৩ হাজার ৫৭৩ জন ছাত্রী। 

এ বছর গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এদের মধ্যে ছাত্র ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রী ৮৭ দশমিক ৭১ শতাংশ৷ 

এমএম/এসকেডি