‘অসাবধানতাবশত’ ভুলের কারণে ‘কারাবন্দিদের’ জায়গায় ‘শহীদদের’ লেখা হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৮ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, গত ৬ মার্চ গণমাধ্যমে পাঠানো ‘বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল ভাষা আন্দোলনের লক্ষ্য, বাংলার নিছক রাষ্ট্রভাষার স্বীকৃতি নয়’ শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত লেখা হয়েছে ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম শহীদদের অন্যতম।’ প্রকৃতপক্ষে হবে ‘বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনে প্রথম কারাবন্দিদের (১১ মার্চ ১৯৪৮) অন্যতম। অসাবধানতাবশত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’ 

এনএম/এইচকে