সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ফল প্রকাশ করা করা হয়। তবে বুধবার দুপুর থেকে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছে না সেবাপ্রত্যাশীরা। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ফল প্রত্যাশীদের অতিরিক্ত ভিজিটের কারণে সাইট ডাউন হতে পারে।

বুধবার (১৪ ডিসেম্বর) সর্বশেষ দুপুর ২টা ৩৫ মিনিটে বারবার চেষ্টা করেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। 

এবারের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হচ্ছে। 

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

এমএম/কেএ