বিজয় দিবসে নবেল স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহান বিজয় দিবস উপলক্ষে নবেল স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল আর্ট ক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে ভিন্ন আবহে উদযাপন করা হয় বিজয়ের ৫১তম বছর।
শুক্রবার (১৬ ডিসেম্বর) স্কুলের নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তিনটি গ্ৰুপে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এদের মধ্যে তিন গ্রুপে ৯ জনকে পুরস্কার দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মো. আলমগীর হোসেন ঢালী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওসফিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ন্যাশনাল লেকচারার এবং আন্তর্জাতিক বিচারক ও প্রশিক্ষক (ফিদে) ড. মো. আলমাসুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য ড. মো. আলমাসুর রহমান বলেন, ১৯৭১ সালের এই দিনে ৯ মাস যুদ্ধের পর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানী বাহিনীর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দিনটিকে জাতীয় বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এ দিনটি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গৌরবের।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে মো. আলমগীর হোসেন ঢালী বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের সৃজনশীল মানুষ তৈরিতে, কল্পনার জগৎ বিস্তৃত করতে, মনস্তাত্ত্বিক বিকাশে এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ শিক্ষাকার্যক্রম পরবর্তী জীবনে সহায়তা ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন উপস্থিত অতিথিরা। এরপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়৷ সবশেষে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
এমএম/এসএসএইচ/