স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

বুধবার (৩০ জানুয়ারি) বগুড়ায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) সেন্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষক-শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করে যেতে হবে। যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

উপাচার্য তার বক্তব্যে বাউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন। দেশের অনগ্রসর, ঝরে পড়া, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য সহশিক্ষা প্রচলনসহ বাউবির কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও স্কুল অব এডুকেশনের ডিন প্রফেসর সুফিয়া বেগম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন এবং বগুড়া ও পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট আফরোজা সুলতানা। 

অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম।

এমএম/কেএ