এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বাধিক জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। এটি জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

এদিকে এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পাসের হারে সবার ওপরে আছে কারিগরি। তাদের পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে পরের অবস্থানে আছে সাধারণ শিক্ষো বোর্ডের কুমিল্লা। তাদের পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। 

আরও পড়ুন >>> জিপিএ-৫ তৈরির কারখানা! 

 

বোর্ডগুলোতে পাসের হার ও জিপিএ-৫

বোর্ড পাসের হার (%) জিপিএ-৫
ঢাকা ৮৭.৮৩ ৬২,৪২১
রাজশাহী ৮১.৬০ ২১,৮৫৫
কুমিল্লা ৯০.৭২ ১৪,৯৯১
যশোর ৮৩.৯৫ ১৮,৭০৩
চট্টগ্রাম ৮০.৫০ ১২,৬৭০
বরিশাল ৮৬.৯৫ ৭,৩৮৬ 
সিলেট ৮১.৪০ ৪,৮৭১
দিনাজপুর ৭৯.০৮ ১১,৮৩০
ময়মনসিংহ ৮০.৩২ ৫০২৮
মাদ্রাসা ৯২.৫৬ ৯,৪২৩
কারিগরি ৯৪.৪১ ৭,১০৪

টিআই/এনএফ