এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ; ২০২১ সালে এ হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ গতবছরের চেয়ে এবার পাসের হার কমেছে ৯ দশমিক ৩১ শতাংশ।   

এ বছর সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন; গতবছর এ সংখ্যা  ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। অর্থাৎ পাসের হারের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কম পেয়েছেন ১২ হাজার ৮৮৭ জন।    

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুপুর ১টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক প্রেস ব্রিফিংয়ে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

এ বছর সকল শিক্ষাবোর্ডে ছাত্রের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ বেশি ছাত্রী  পাস করেছেন এবং ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। 
২০২২ সালের এ পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে আগের বছরের চেয়ে ২৮টি এবং মোট কেন্দ্র বেড়েছে ১৬টি। 

এ বছর পরীক্ষায় মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী অংশ নেন৷ এদের মাঝে ছাত্র ৬ লাখ ৯ হাজার ৫২২ জন আর ছাত্রী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন।  

যেভাবে জানা যাবে ফল 
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২২ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। 

আর www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এমএম/এনএফ