ফাইল ছবি

এবছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের পাসের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।

বিদেশে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ৮টি। অংশগ্রহণকারী মোট ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২১৮ জন পরীক্ষার্থী।অনুত্তীর্ণ হয়েছেন ৬ জন শিক্ষার্থী। ১ জন পরিক্ষার্থীকে বহিষ্কৃত করা হয়।

বিদেশি ৮টি কেন্দ্রের মধ্যে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া প্রতিষ্ঠান ৪টি। তবে কোনো প্রতিষ্ঠানেই শতভাগ অকৃতকার্য নেই।

এবছর এইচএসসি ও সমমানে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৮৪ দশমিক ৫৩ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। 

ওএফএ/জেডএস