ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখার ব্যাপারে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

শনিবার (১৩ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে উপকূলীয় অঞ্চলের জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন।

এমএম/এমএ