বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা আইএসডির
বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব এবং বিশ্বমানের ক্যাম্পাস নিশ্চিতে বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)।
শনিবার (১২ আগস্ট) নিজেদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করে এ ঘোষণা দেয় স্কুলটি।
বিজ্ঞাপন
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই উদ্যোগ গ্রহণের ফলে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার শিক্ষার্থীরা বহির্বিশ্বের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রোগ্রামিং, কোডিং ও কম্পিটিউশনাল থিংকিংসহ নানা ডায়নামিক কো-কারিকুলার প্রোগ্রাম শেখার সুযোগ পাবে।
নতুন এই কৌশলের অংশ হিসেবে আর্লি ইয়ারসের শিক্ষার্থীদের জন্য নতুন প্লে-জোন, বাস্কেটবল ও টেনিস কোর্ট তৈরি, ইনডোর জিমনেশিয়াম, ওয়াশ এরিয়া ও ক্যাফেটেরিয়ার সংস্কারসহ ক্যাম্পাসের সুবিধা বাড়াতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।
বিজ্ঞাপন
আইএসডির ডিরেক্টর স্টিভ ক্যালেন্ড-স্কোবল বলেন, আইএসডি ২.০ একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে অনন্য ও আকর্ষণীয় সুযোগ হিসেবে নিজ নিজ ক্ষেত্রে বিশ্বসেরাদের কাছ থেকে শেখার সুযোগ পাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্রিককিংডম গ্লোবাল প্রাইভেট লিমিটেডের গ্লোবাল এক্সপানশন ভাইস প্রেসিডেন্ট পরাগ দাহিওয়াল।
এমএম/এমজে