প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ও সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে জুলাই-২০২১ সেশনের এমডি, এমএস, রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বি থিসিস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার (৫ এপ্রিল) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মূলত পরীক্ষা নেওয়ার জন্য দুটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত দুটি হলো:

১. প্রচলিত নিয়মে পরীক্ষক ও পরীক্ষার্থীর সশরীরে উপস্থিতির মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে থিসিস পরীক্ষা গ্রহণ।

২. ভার্চুয়ালি অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে থিসিস পরীক্ষা গ্রহণ করা যাবে।

অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ইমেইল: thesis@bsmmu.edu.bd এ থিসিসের সফট কপি (ওয়ার্ড ফরমেটে) অথবা সিডি বা পেনড্রাইভের মাধ্যমে আগামী ১০ এপ্রিলের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কক্ষ নং-১০৪, ২য় তলা, ব্লক-বি ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

টিআই/এসএম