জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ২০২২ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

সোমবার (১৬ অক্টোবর) পরীক্ষা শুরুর প্রথম দিনই হঠাৎ করে উপাচার্য মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা তিনি কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা গ্রহণের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

উপাচার্যের এমন আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান বলেন, উপাচার্য মহোদয় হঠাৎ করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আমাদের কলেজে আসবেন আমরা এটা জানতাম না। বিষয়টি আমাদের জন্য বিব্রতকর হলেও সার্বিক শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

আজ বেলা ১টা থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষাটি ডিজিটাল মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (ইএমএস) অনুষ্ঠিত হচ্ছে। ৩৩৯টি কেন্দ্রে ৩১টি অনার্স বিষয়ে ৪ লাখ ৫০ হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার প্রথম দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনার্স প্রথম বর্ষের পরীক্ষা এই প্রথমবারের মতো সারাদেশে ইএমএসের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এনএম/এমএ