কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সমন্বয়ে একটি সভা আয়োজন করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর বেলা ২ টা ৩০ মিনিটে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে সই করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক নিজাম উদ্দিন আহমেদ। 

এতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) বেলা ২ টা ৩০ মিনিটে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের সমন্বয়ে সভা অনলাইন জুমে (Zoom ID: 497 918 6732, Password: 123456) অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সংযুক্ত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আলোচনায় যেসব বিষয় থাকবে

১. প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ।

২. অকেজো মালামালের তালিকা প্রণয়ন ও নিষ্পত্তিকরণ।

৩. শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

৪. অ্যাকাডেমিক কার্যক্রম মনিটরিং জোরদারকরণ।

৫. বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন। 

৬. নথি ব্যবস্থাপনা জোরদারকরণে সচিবালয় নির্দেশমালা, ২০১৪ অনুসরণ। 

৭. বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়ন পরিবীক্ষণ, মূল্যায়ন ও প্রতিবেদন প্রেরণ। 

৮. স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়মিত তথ্য বাতায়ন ও সিটিজেন চার্টার হালনাগাদকরণ। 

৯.  Human Resources Management Information System (HRMIS)-এ তথ্যাদি হালনাগাদকরণ। 

১০. প্রচলিত আর্থিক বিধি-বিধান অনুসরণপূর্বক বাজেট বাস্তবায়ন।

এমএম/এমজে