জাঁজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এএইচজেড অ্যাসোসিয়েটসের ‘প্রি-ডিপারচার ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষায় বিদেশগামী প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। 

মঙ্গলবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেই শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের পরিবার-পরিজনও উপস্থিত ছিলেন।

ইভেন্টটি শিক্ষার্থীদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাজানো হয়েছিল। এতে ভ্রমণের টিপস এবং আগমন নির্দেশিকা থেকে শুরু করে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়। এই অনুষ্ঠান প্রতি বছরই শিক্ষার্থীদের জন্য আয়োজন করে এএইচজেড। যারা যুক্তরাজ্যে তাদের উচ্চশিক্ষার জন্য এএইচজেড অ্যাসোসিয়েটসের মাধ্যমে বিনামূল্যে ইউকের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের ভর্তি নিশ্চিত করেন। 

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উপহারসামগ্রী ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে সৌভাগ্যবান শিক্ষার্থীরা ল্যাপটপ, অ্যামাজন গিফট ভাউচার, টপ-আপসহ ইউকে সিম কার্ড এবং আরও বিভিন্ন গিফট সামগ্রী গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন এএইচজেড-এর ঢাকা নর্থের রিজিওনাল ম্যানেজার ওয়াহিদ জামান, সাউথ জোনের রিজিওনাল ম্যানেজার এইচএম শাহজালাল, গ্লোবাল মার্কেটিং ম্যানেজার জুবায়ের হাসান, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ কুশলসহ অনেকে। 

এমএম