এনইউএসডিএফ বাংলাদেশের আয়োজনে প্রথমবারের মতো সমগ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে একটি বিশেষ ও চিত্তাকর্ষক প্রতিযোগিতা ‘পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড’। 

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যপী একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর আয়োজন করা হয়। 

অসাধারণ এই প্রতিযোগিতায় সারা দেশজুড়ে অংশগ্রহণ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা। এদের মধ্যে সেরা ১০ জন ফাইনালিস্টকে নিয়ে আয়োজিত হয়েছিল এই গ্র্যান্ড ফিনালে। 

এই প্রতিযোগিতায় টপ ফাইনালিস্টদের বিরুদ্ধে লড়াই করে বিজয়ীর ট্রফি ও প্রাইজ মানি জিতেছেন মুক্তা আক্তার; প্রথম রানার-আপ হয়েছেন ফাতেমা জহুরা ইকরা; দ্বিতীয় রানার-আপ হয়েছেন সাবিহা নাসির মিম। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রিয়াজ হোসেন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই গঠিত হয়েছে এনইউএসডিএফ বাংলাদেশ। আর সেই লক্ষ্যকে এগিয়ে নিতেই অনুষ্ঠিত হয়েছে পাবলিক স্পিকিং মাস্টারমাইন্ড প্রতিযোগিতা। কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজেদের প্রমাণ করার এমন সুযোগ পাওয়া খুবই দুষ্কর। তাই আমাদের এই প্রতিযোগিতাটি শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই আয়োজন করা হয়েছে। 

এই প্রতিযোগিতায় অত্যন্ত দক্ষ ও সুপরিচিত বিচারক এবং উপদেষ্টা হিসেবে ছিলেন- ফেরদৌস বাপ্পি, মিডিয়া ব্যক্তিত্ব ও টিভি উপস্থাপক রাশেদ ইমাম, সাবেক সংবাদ উপস্থাপক নাহিদ আহসান, সিনিয়র সংবাদ উপস্থাপক রাইসুল হক চৌধুরিসহ অনেকে। 

আর সমগ্র এই আয়োজনের পাওয়ারড বাই স্পন্সর হিসেবে ছিল ব্রাইট স্কিলস।  

কেএ