নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ২০০৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার ২০০৭ ব্যাচের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি ২০২৪) রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০০৭ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে স্কুলের সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, বর্তমান প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষকরা এই ব্যাচ সম্পর্কে স্মৃতিচারণ করেন ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
বিজ্ঞাপন
২০১৪ সালে ২য় পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে মিলিত হয়ে স্কুলের সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণে মেতে উঠেন। এ আয়োজন নিয়ে স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মোহাম্মদ নাজমুল হাসান বলেন, অনেক দিন পর শিক্ষকসহ পুরনো বন্ধুদের একসঙ্গে দেখতে পেয়ে আমি আনন্দিত। অনেক পুরনো মুখ দেখতে পেয়ে আমার মনে হচ্ছে আমি স্কুল জীবনেই ফিরে গিয়েছি।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে স্কুলের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে তথ্য প্রযুক্তিখাতে কর্মরত আব্দুল্লাহ আল মোমেন বলেন, আজকের অনুষ্ঠানটি আমাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ স্কুল জীবন শেষ হওয়ার পর একসঙ্গে এত বন্ধুদের কখনোই জমায়েত হয়নি। পুরানো বন্ধুদের দেখে আমার অনেক ভালো লাগছে।
এসকেডি