ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আশফাক আখতার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।‌ 

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে তারা নির্বাচিত হন। কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

এছাড়া, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।

নবগঠিত শিক্ষক সমিতিকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় দেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয়। দেশের  প্রায় দেড় হাজার আলিয়া মাদরাসার উচ্চশিক্ষার দায়িত্বপ্রাপ্ত এফিলিয়েটিং বিশ্ববিদ্যালয়।

এনএম/এসকেডি