মঙ্গলবার বন্ধ থাকবে ভিকারুননিসা নূন স্কুল
হাইকোর্টের আদেশ অনুসারে মঙ্গলবার (১২ মার্চ) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী সই করা আদেশে বন্ধের নোটিশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, মঙ্গলবার (১২ মার্চ) ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ‘স্কুল শাখা’ শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। মাউশি কর্তৃক নির্দেশনা পাওয়া মাত্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে নাকি খোলা থাকবে তা এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে আপিল শুনানির জন্য মঙ্গলবার (১২ মার্চ) দিন ধার্য করেছেন আদালত। এদিকে সোমবার সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই হাইকোর্টে আদেশ অনুযায়ী ১ম রোজার দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে আনঅফিসিয়ালি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যেহেতু মঙ্গলবার এ বিষয়ে আদালত রায় দেবেন, আশা করছি কালই এটির চূড়ান্ত নিষ্পত্তি হবে। যেহেতু চাঁদ দেখা গেছে, তাই আগামীকাল যথারীতি ক্লাস বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এ বিষয়ে আদালতের আদেশ মানতে হবে।
আদালতের আদেশ যেহেতু এখন পর্যন্ত বন্ধ রাখার পক্ষে, সুতরাং কাল রোজা শুরু হলে প্রথম দিন স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন তারা।
এনএম/এমএ