বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুরের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে দিবসের কর্মসূচির সূচনা করেন।

পরে সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন উপাচার্য। এর আগে সকাল পৌনে ৭টার দিকে গাজীপুর ক্যাম্পাসে স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কালাম, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম, ডিন ও পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাউবির শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বাউবি ডিরেক্টরস কাউন্সিল, কর্মকর্তা পরিষদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

পিএইচ