কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৭ মার্চ) বোর্ডের সদর দফতর গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসা থেকে এই ফলাফল প্রকাশ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন  গওহরডাঙ্গা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি উসামা আমীন, বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি নুরুল ইসলাম, দফতর সম্পাদক মাওলানা রেজাউল হক, মুফতি মোহাম্মদ তাসনীম, মাওলানা জাফরুল হাসান।

গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমিন ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার ৮৬.৯৬ শতাংশ। মুমতাজ (স্টার মার্ক) পেয়েছেন ২৪.৬০ শতাংশ শিক্ষার্থী। জায়্যিদ জিদ্দান (প্রথম শ্রেণি) ২৫.৩৫ শতাংশ; জায়্যিদ (দ্বিতীয় শ্রেণি) ১৮. ৮৩ শতাংশ এবং মকবুল (তৃতীয় শ্রেণি) ১৮.১৮শতাংশ। এছাড়াও রাসিব (অনুত্তীর্ণ) হয়েছেন ১৩.০৪ শতাংশ শিক্ষার্থী।

বিভিন্ন স্তরে পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ফজিলত জামাতে পাসের হার ৮৪.৬৮ শতাংশ, মুমতাজ ৫.২৪ শতাংশ; সানবিয়ায়ে উলিয়া জামাতে পাসের হার ৭৬.৬২ শতাংশ, মুমতাজ ৩.৯৮ শতাংশ এবং সানাবিয়ায়ে আম্মাহ জামাতে পাসের হার ৫৮.০৯ শতাংশ, মুমতাজ ৫.৪৯ শতাংশ।

মুতাওয়াসসিতা জামাতে পাসের হার ৭৯.৪৩ শতাংশ, মুমতাজ ৯.১৯ শতাংশ; ইবতিদাইয়্যাহ জামাতে পাসের হার ৭৯.৭৭ শতাংশ, মুমতাজ ১২.০৩ শতাংশ; হিফজ খতমি গ্রুপে পাসের হার ৯৮.২  শতাংশ, মুমতাজ ৪৩.৮ শতাংশ এবং ১৫ পারা গ্রুপে (১-১৫) পাসের হার ৮৮.৯৯ শতাংশ. মুমতাজ ২৯.৯৪ শতাংশ, ১৫ পারা গ্রুপ (১৬-৩০ পারা) পাস ৯৩. ৪৩ শতাংশ, মুমতাজ ৩০.২৬ শতাংশ। এছাড়াও কেরাত ইজরায় পাসের হার ৯৫.৩ শতাংশ, মুমতাজ ৪৩.০৭ শতাংশ।

এ সময় গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি মুফতি রুহুল আমিন উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের আগামী দিনে যোগ্য আলেম হয়ে জাতির সামনে সঠিক বিষয় তুলে ধরতে এবং শান্তি প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বোর্ড থেকে জানানো হয়, বোর্ডের ওয়েবসাইট www.gawhardangaboard.com ভিজিট করেও ফলাফল দেখা যাবে।