এআইইউবিতে ‘সিক্রেট টু সাকসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রকৌশল অনুষদের উদ্যোগে ‘সিক্রেট টু সাকসেস’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। এআইইউবি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. আনোয়ারুল আবেদীনের স্মরণে গত ১৭ এপ্রিল লেকচার সিরিজটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সম্মানিত বক্তা ছিলেন গুগল এর প্রথম বাংলাদেশি ডিস্টিংগুইশড ইঞ্জিনিয়ার ও ঊর্ধ্বতন পরিচালক এবং এআইইউবির এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদ সবুর।
জাহিদ সবুর এআইইউবি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ২০০৭ সালে গুগলে ব্যাকঅ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ভারতের ব্যাঙ্গালুরুর অফিসে যোগ দেন। পরে ছয় মাস কাজের দক্ষতার স্বীকৃতিস্বরূপ গুগলের ক্যালিফোর্নিয়া অফিসে যোগ দেন।
বিজ্ঞাপন
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান মিস নাদিয়া আনোয়ার এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন উপস্থিত ছিলেন।
এআইইউবির এর সাবেক শিক্ষার্থী জাহিদ সবুর তার কর্মময় জীবনের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি তার বর্তমান কাজের ক্ষেত্র লং ডাটা ও জেনারেটিভ এআই'র ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ কাজের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। সাফল্যের জন্য শিক্ষার্থীদের ধৈর্য ও একাগ্রতার ওপর গুরুত্বারোপ করেন। পেশাগত জীবনের লক্ষ্য নির্ধারণ এবং সাফল্য অর্জনের জন্য ছোট ছোট অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। সফলভাবে নিজেকে সংগঠিত করার সময় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ক্ষেত্রে পরিকল্পনার সঙ্গে অগ্রাধিকারভিত্তিক বিষয়গুলো নির্ণয়ে ভারসাম্য বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন। নিজেকে উন্নত করার জন্য জ্ঞান ভাগ করে নেওয়া, প্রত্যেকের জীবনে যা আছে তার জন্য সন্তুষ্ট হওয়া, জীবনের প্রতিটি বিষয়ের প্রতি সদয় ও শ্রদ্ধাশীল হওয়ার ওপর জোর দেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম সিদ্দিক হোসেন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রমের প্রতি জোর দেন এবং সমাপনী বক্তব্যে এআইইউবি'র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান বলেন, প্রত্যেকেরই জীবনের লক্ষ্য পূরণে নিজস্ব যাত্রা, সাফল্য ও ব্যর্থতা রয়েছে এবং তার জন্য নিজেকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠান শেষে জাহিদ সবুরকে তার মূল্যবান সময় এবং পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য এআইইউবি'র পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন প্রশংসাসূচক ক্রেস্ট দেন। এসময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেডএস