একবার নয়, দুইবার নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) উত্তীর্ণ না হলেও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে শিক্ষা বোর্ডসহ বিভিন্ন জায়গায় তদবির করছেন রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের শতাধিক ছাত্রী। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষালয়টির ২৩ শিক্ষার্থী নাম উল্লেখপূর্বক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষার্থীরা এ আবেদন জমা দেন। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, এ সংখ্যা শতাধিক। তারা এক অথবা দুই বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। এছাড়াও তাদের পুনঃপরীক্ষায় অংশগ্রহণেরও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এতেও তারা পাস করতে পারেননি। তাই তাদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

আবেদনে শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে অনুরোধ জানিয়েছেন তারা। ওই আবেদনে শিক্ষার্থীরা বলেছেন, তারা এক অথবা দুই বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছেন না বলেও অভিযোগ জানানো হয়েছে।

তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম। তিনি জানান, বাদ পড়া শিক্ষার্থীদের বারবার সুযোগ দেওয়ার পরও তাদের পাস করানো যায়নি। বিষয়টি তাদের অভিভাবকদেরও জানানো হয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোনো অকৃতকার্য শিক্ষার্থীকে আমরা সুযোগ দিতে পারি না। এছাড়াও এসব শিক্ষার্থীকে আসন্ন পরীক্ষায় সুযোগ দিতে পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও তারা পাস করতে পারেনি।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নির্দেশনা অনুযায়ী, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবে। কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণ কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন ও পরীক্ষার্থীর প্রাক-নির্বাচনী পরীক্ষার সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পরীক্ষার ফরম পূরণ করতে পারবে বলেও নির্দেশনা রয়েছে শিক্ষা বোর্ডের।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। এই পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে ১৬ এপ্রিল থেকে। ফরম পূরণ চলার কথা ছিল ২৫ এপ্রিল পর্যন্ত। কিন্তু ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।

এখন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে। পূর্বঘোষণা অনুযায়ী, এবার পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা।

এনএম/এসএসএইচ