যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের (ভিসি) রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস। বৃহস্পতিবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রফেসর ড . মাে. আনােয়ার হােসেনের মেয়াদ গত ১৯ মে পূর্ণ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শূন্য পদে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়ােজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড . মৃত্যুঞ্জয় বিশ্বাসকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, প্রফেসর ড . মাে. আনােয়ার হােসেন ২০১৭ সালের ২০ মে যবিপ্রবিতে উপাচার্য হিসেবে যোগ দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, চার বছর দায়িত্ব পালন শেষে ১৯ মে তার মেয়াদের শেষ কর্মদিবস ছিল।

এনএম/এসকেডি