করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে সব শিক্ষক-শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়গুলো।

গত বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক, আমরা ক্লাস-পরীক্ষা দিতে প্রস্তুত। অন্যদিকে সশরীরে এবং অনলাইনে পরীক্ষা নিতে পারবে বলে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ অবস্থায় করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

সোমবার (৩১ মে) বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠেয় সভায় বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোভিড-১৯ বিষয়ক জাতীয় পারমর্শক কমিটির নেতা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মোহাম্মদ নূর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আন্দোলন করছে। অনলাইনে এবং সরাসরি পরীক্ষা নেওয়াসহ সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে আলোচনা হবে। সেখান থেকে একটি সুপারিশ হয়তো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পেশ করা হবে।

এর আগে রোববার (৩০ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে জানিয়েছেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে কোভিড-৯ বিষয়ক জাতীয় পারমর্শক কমিটির একটি সভা আছে। সভায় আমরা আলোচনা করে দেখব কত দ্রুত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করতে পারি।

এনএম/জেডএস