জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক। তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পাঁচটি শর্তে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্তগুলো হলো:

১. চার বছরের জন্য তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে প্রযােজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

২. ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন।

৩.  তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।

৪. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

৫. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনাে সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এনএম/জেডএস