আসল প্যাডে নকল আদেশ : সতর্ক করল জাতীয় বিশ্ববিদ্যালয়
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাড এবং কলেজ পরিদর্শন দপ্তরের নাম ব্যবহার করে একটি ভুয়া (ফেইক) প্রজ্ঞাপন ইলেক্ট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে ঘটনার ব্যাখ্যা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ জানানো হয়, ওই প্রজ্ঞাপনটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং এর সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞাপন
সোমবার (২৩ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, ভুয়া প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল বেসরকারি কলেজ/প্রতিষ্ঠানে সাময়িক সময়ের জন্য অধ্যক্ষ/উপাধ্যক্ষ নিয়োগ ও সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে কলেজ পরিদর্শন দপ্তরের নাম এবং পূর্বে জারিকৃত একটি প্রকৃত স্মারকের নম্বর (স্মারক নং-০৭(১৫৩৭) জাতীঃবিঃ/ক:প:/৭০৯০)।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কিন্তু প্রকৃত স্মারকটি গত ৮ এপ্রিল জারি করা হয়েছিল, যেখানে শুধু কলেজগুলোর অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অথচ কিছু অসৎ ব্যক্তি ও কুচক্রী মহল কলেজ পরিদর্শকের স্বাক্ষর জাল করে সেই স্মারক নম্বর ব্যবহার করে ২২ জুন একটি নকল আদেশ তৈরি করে ছড়িয়ে দেয়।
সতর্কবার্তায় আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করেনি। এটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব সরকারি ও বেসরকারি কলেজ কর্তৃপক্ষকে এমন ভুয়া প্রজ্ঞাপন অনুসরণ না করে যেকোনো ধরনের অফিসিয়াল তথ্য ও প্রজ্ঞাপনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.ac.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হলো।
এমএইচএন/এমএ