৫ আগস্টের অভ্যুত্থান ও জুলাই আন্দোলন স্থান পেল এসএসসির ফলের খামে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের খামে জায়গা করে নিয়েছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের দুই শক্তিশালী প্রতিচিত্র— ৫ আগস্টের গণ-অভ্যুত্থান ও জুলাইয়ের শিক্ষাপ্রতিবাদ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। এসময় তিনি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সার্বিক ফলাফল এবং বিশ্লেষণ তুলে ধরেন।
বিজ্ঞাপন
একইসঙ্গে সাংবাদিকদের হাতে ফলাফলের খাম হস্তান্তর করা হয়। আর সেই খামের ওপরই স্থান পেয়েছে গণআন্দোলনের ঐতিহাসিক দুটি মুহূর্তের ছবি।
গণ-আন্দোলনের প্রতিচ্ছবি খামে
বিজ্ঞাপন
১১টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সমন্বিত রেজাল্ট খামের প্রচ্ছদে ছাপা হয়েছে একটি শক্তিশালী আলোকচিত্র, যেখানে দেখা যাচ্ছে— জাতীয় সংসদ ভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়ে একটি গণজাগরণে অংশ নিচ্ছেন। পুরুষ, নারী, যুবক, এমনকি শিশুদেরও উপস্থিতি লক্ষ্য করা যায় সেই জনসমুদ্রে। অনেকে জাতীয় পতাকা হাতে উঁচিয়ে ধরেছেন, কেউবা স্লোগানে ব্যস্ত।
ছবিটি ৫ আগস্ট ২০২৪ সালের, যেদিন রাজধানীর সংসদ ভবন এলাকা ছিল দেশের বৃহত্তম নাগরিক জাগরণের এক প্রতীক। তরুণ-যুবাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুশৃঙ্খল মানবপ্রাচীর ও জাতীয় পতাকার ঢেউয়েই সে দিনের প্রতিবাদ রচিত হয়েছিল। সেই দৃশ্যটিকে ফলাফলের খামে স্থান দিয়ে বোর্ড যেন শিক্ষার্থীদের সামনে দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের পরিচয় তুলে ধরেছে।
অন্য খামে জুলাইয়ের প্রতিবাদের প্রতিচিত্র
অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের আলাদা রেজাল্ট খামে স্থান পেয়েছে একটি শিল্পচিত্র, যা জুলাই মাসের শিক্ষার জন্য লড়াই এবং ন্যায়বিচার দাবি করা শিক্ষার্থীদের প্রতিবাদের রূপক। চিত্রটিতে দেখা যাচ্ছে, একজন রক্তাক্ত শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীরা কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছে। আশপাশে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছে— ‘দেশটা কারো বাপের না’, ‘শহীদের রক্ত বৃথা যাবে না’ প্রভৃতি বার্তায়।
অন্যদিকে, এবার ফল প্রকাশ উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট বোর্ডগুলোর চেয়ারম্যান ছাড়া ছিলেন না সরকারের মন্ত্রী পর্যায়ের কোনো ব্যক্তিও। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা আগেই জানিয়েছেন, গোঁজামিল ও বাহুল্য এড়িয়ে, স্বচ্ছতায় গুরুত্ব দিয়েই ফলাফল প্রকাশ করা হয়েছে।
আরএইচটি/এসএম