মাদরাসা শিক্ষকদের জুলাইয়ের বেতন পেতে লাগবে সময়, হিসাব চলছে ইনক্রিমেন্টের
মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতা দিতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ (বুধবার) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের ইনক্রিমেন্ট হিসাবসহ অন্যান্য প্রক্রিয়ার কাজ বর্তমানে চলমান রয়েছে। এই অবস্থায় চলতি জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস পর্যন্ত অতিরিক্ত সময় লাগতে পারে। তবে কাজ দ্রুত শেষ করে বেতন পরিশোধ নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বেতন দেরিতে হওয়ার ঘোষণায় এরইমধ্যে উষ্মা প্রকাশ করেছেন অনেক মাদ্রাসা শিক্ষক। তারা বলছেন, মাসের শুরুতে বেতন না পেলে দৈনন্দিন খরচ মেটাতে তারা সমস্যায় পড়েন।
আরএইচটি/এনএফ