অ্যসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার (৪ আগস্ট) বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এ বছর এসিইউ কাউন্সিলের সদস্য হিসেবে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কা, নামিবিয়া এবং বাংলাদেশ থেকে মোট পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। তিনি ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন। এসময়ে তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্ব করবেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বাগেরহাটের মোরেলগঞ্জের সন্তান অধ্যাপক ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দেন। বাউবিতে যোগদানের আগে অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ৩১ বছর অধ্যাপনা করেন। তিনি জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে পোস্ট-ডক্টরাল গবেষণা করেছেন।

প্রসঙ্গত, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর ৪০০টিরও বেশি সদস্য রয়েছে, যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে।

আরএইচটি/এআইএস