৩ হাজার পাউন্ড পুরস্কার জেতার সুযোগ
চলতি বছর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ প্রতিষ্ঠার ৭০ বছর উদযাপন করছে। শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের শিক্ষা ও পেশাগত জীবনে উন্নতিতে সুযোগ তৈরির ব্যাপারে বদ্ধপরিকর ব্রিটিশ কাউন্সিল।
বাংলাদেশি তরুণদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে ও সহায়তা দানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এই বছর আইইএলটিএস প্রাইজের মতো বিভিন্ন ধরনের বৃত্তির আয়োজন করেছে। আইইএলটিএস প্রাইজ একটি বার্ষিক প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় বিজয়ীরা তাদের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ৩ হাজার পাউন্ড পুরস্কার হিসেবে পাবেন। আইইএলটিএস দিয়ে ভর্তি হতে হয় এমন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা বাংলাদেশে বসবাসকারী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আয়োজন করা হয়েছে এই আইইএলটিএস প্রাইজের।
শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ইংরেজি ভাষায় পড়ানো বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা ও সুযোগ প্রদান করা হবে আইইএলটিএস প্রাইজের মাধ্যমে।
বিজ্ঞাপন
এই বছর বাংলাদেশসহ বিশ্বের মোট ১০টি দেশের আইইএলটিএস পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় আবেদন করতে পারবেন। প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে উচ্চশিক্ষার সহায়তার জন্য প্রত্যেক দেশ থেকে সাতজন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
বাংলাদেশ থেকে আবেদনে আগ্রহীরা ভিজিট করুন www.ieltsprize.takeielts.britishcouncil.org ঠিকানায়।
আবেদনকারীরা এখানে এই পুরস্কার সম্পর্কে আরও তথ্য, আবেদন প্রক্রিয়া এবং আবেদন প্রক্রিয়ায় সহায়ক হিসেবে নানা জিজ্ঞাসার উত্তর পাবেন। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১।
পিএসডি/এনএফ