ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) সঙ্গে উজবেকিস্তানের সামারকান্দ স্টেট আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ইউনিভার্সিটির একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী ইইউর পক্ষে এবং মি. ফারহান কারা সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের উপদেষ্টা উক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন সামারকান্দ বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. চিগদেম কানবাই তুর্কইলমাজ এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এমরাহ তুর্কইলমাজ (তুরস্ক)।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে অ্যাকাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর মধ্যে রয়েছে যৌথ তত্ত্বাবধায়নে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম, শিক্ষক-শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রাম, ইন্টার্নশিপ সুবিধা, যৌথ গবেষণা কার্যক্রম এবং সেমিনার ও কর্মশালার আয়োজন, মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া এবং যৌথ সার্টিফিকেট কোর্স চালুসহ বিভিন্ন সুযোগ সুবিধা। সেইসঙ্গে ইইউর শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও বিভিন্ন শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিআরইউ