এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার ৯৯.৯৪ শতাংশ। গতবছরও প্রতিষ্ঠানটি থেকে ৯৯.৯৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিলেন।

তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৬৯৩ জন। এরমধ্যে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২১৮ জন।  

এর আগে গত বছর শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ হাজার ৬৭৪ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৪৭৯ জন। 

ওএফএ/এনএফ