দীর্ঘ ১২ বছর ধরে পদোন্নতি না হওয়ায় আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে দিনভর অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ’ এর ব্যানারে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ৩৭তম ব্যাচ পর্যন্ত সব কর্মকর্তা পদোন্নতির জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করলেও দীর্ঘদিন ধরে তাদের ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) সভা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে তারা পদোন্নতি থেকে বঞ্চিত রয়েছেন।

এতে আরও বলা হয়, একই সময়ে বিসিএস-এর অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেলেও সাধারণ শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে অব্যাহত রয়েছে অযৌক্তিক বৈষম্য। এতে কর্মকর্তাদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাউশি প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করবেন প্রভাষকরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে মানববন্ধন এবং বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৪৩তম ব্যাচের পদোন্নতি-বঞ্চিত প্রভাষকরা এ কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রভাষক পরিষদ জানিয়েছে, দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরএইচটি/এসএম