রাজস্বখাতে অস্থায়ী নিয়োগ পেলেন লালমাটিয়া মহিলা কলেজের ৬ শিক্ষক
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সরকারি হওয়া লালমাটিয়া মহিলা কলেজের বেসরকারি আমলের ৬ জন শিক্ষককে রাজস্বখাতে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০১৮’–এর বিধি ৫ ও ৬ অনুসারে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে তাদের নিয়োগ কার্যকর ধরা হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কাজী নূরুল ইসলাম এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, আত্তীকৃত কোনো শিক্ষককে অন্য কোথাও বদলি করা যাবে না। পাশাপাশি আত্তীকরণ বিধিমালার বিধি-৭ অনুযায়ী কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তীতে তাদের চাকরি স্থায়ী করা হবে।
নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- প্রাণিবিদ্যায় কানিজ ফাতেমা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে ফরিদা ইয়াসমীন, আফসারী খানম এবং ব্যবস্থাপনায় শাহানা আফরিন লুনা, মীর ফাতেমা বেগম এবং সমাজকর্মে সম্পা দাস।
বিজ্ঞাপন
এসব শিক্ষকদের সবার ক্ষেত্রেই আগের ‘প্রভাষক (নন–ক্যাডার)’ হিসেবে উল্লিখিত পদনাম প্রতিস্থাপিত হয়ে ‘সহকারী অধ্যাপক (নন–ক্যাডার)’ পদে আত্তীকরণ করা হয়েছে।
আরএইচটি/এমএসএ