আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) আওতাধীন কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৪ এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। কামিল মাদ্রাসার অধ্যক্ষদের বিশেষ অনুরোধ এবং শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এতে বলা হয়েছে, এই বর্ধিত সময়ের সুযোগ পাবেন নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীরা। আর ফরম পূরণের নতুন সময়সূচি বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীরা বিলম্ব ফি ছাড়া আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমের সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
যারা এই সময়ের মধ্যে ফরম পূরণ করতে ব্যর্থ হবেন, তারা বিলম্ব ফিসহ ফরম পূরণের সুযোগ পাবেন ১ ডিসেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। আর ফরম পূরণের ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়ার জন্য সময় ধার্য করা হয়েছে ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে বিলম্ব ফি ছাড়া এবং বিলম্ব ফিসহ উভয় ক্ষেত্রে ফি জমা দিতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া অনলাইনে ফরম পূরণের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হলে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট মাদরাসা কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি শাখা (০১৭০৯-৩৮৯০০৭) এবং কামিল (স্নাতকোত্তর) শাখার (০১৭৪৫-৪১৭১২৫) হেল্প ডেস্কে যোগাযোগের জন্য বলা হয়েছে।
আরএইচটি/এমজে