মাদ্রাসা পরিবর্তনে ই-টিসি বাধ্যতামূলক, আবেদন শুরু ৭ ডিসেম্বর
মাদ্রাসা পরিবর্তনে ই-টিসি (ইলেকট্রনিক ট্রান্সফার সার্টিফিকেট) বাধ্যতামূলক করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (দাখিল ২০২৭) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
রোববার (৩০ নভেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ই-টিসি লিংকে অনলাইন আবেদনের সুযোগ চালু হবে।
বিজ্ঞাপন
এতে আরও জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (দাখিল পরীক্ষা-২০২৭) অধ্যয়নরত এবং ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে এমন শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ৭ ডিসেম্বর থেকে বোর্ডের নির্ধারিত অনলাইন লিংকে গিয়ে ই-টিসির আবেদন করতে পারবেন। এ ছাড়া এ বিষয়ে কোনো ধরনের ম্যানুয়াল আবেদন বোর্ড সরাসরি গ্রহণ করবে না।
বোর্ড থেকে জানানো হয়, শিক্ষার্থীরা https://efiling.ebmeb.gov.bd/index.php/etc লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর শিক্ষার্থী যে মাদ্রাসায় অধ্যয়ন করছে এবং যে মাদ্রাসায় স্থানান্তর নিতে চায়– উভয় প্রতিষ্ঠানের অনুমোদন শেষে বোর্ড নির্ধারিত ফি জমা দিতে হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া শুধু ই-টিসি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অফিস সময়ের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক ইআইআইএন নম্বর ব্যবহার করে ০১৭১৩০৬৮৯০৯ এবং ০১৮২৪৬০৬৬৫৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন আবেদনকারীরা।
আরএইচটি/এসএসএইচ