শিগগিরই প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল প্রত্যাহারের দাবি জানিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ ছেড়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টার অবরোধে ধানমন্ডি–নীলক্ষেত–এলিফ্যান্ট রোডমুখী সড়কে যানচলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে দ্রুত ঘোষণার দাবি জানিয়ে তারা অবরোধ তুলে নেন এবং সড়ক স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেন।

এর আগে, সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিল ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এলিফ্যান্ট রোড হয়ে মিরপুর সড়কে প্রবেশপথ বন্ধ হয়ে যায়, নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেতগামী সড়কেও যান চলাচল স্থবির হয়ে পড়ে। হঠাৎ এ অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। দীর্ঘ সময় আটকে থাকা বাস, প্রাইভেটকার, রিকশার যাত্রীরা বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ঢাকা কলেজসহ সাত কলেজ বহু বছরের ইতিহাস, স্বকীয়তা ও সুনামের ওপর দাঁড়িয়ে আছে। নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো তাদের দীর্ঘদিনের পরিচিতি ও স্বাতন্ত্রকে বিনষ্ট করতে পারে। শিক্ষার্থীদের মতামত না নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা। পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুজ সাফা বলেন, ঢাকা কলেজের শত বছরের ঐতিহ্য, পরিচিতি আর স্বকীয়তা নতুন এই স্কুলিং মডেলের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমাদের ভবিষ্যৎ ও পরিচয় রক্ষার স্বার্থেই আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে রাস্তায় নেমেছি।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়।

আরএইচটি/জেডএস