অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে দুই হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে মনোনীত প্রতিনিধি এসব গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) মো. মনিরুল ইসলাম রিন্টু জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ। তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গ্র্যাজুয়েট ও মাস্টার্স ডিগ্রি প্রদান করবেন। একই সঙ্গে দেওয়া হবে ২৭টি বিশেষ অ্যাওয়ার্ড৷ যার মধ্যে রয়েছে ৬টি চ্যান্সেলরস অ্যাওয়ার্ড, ৫টি বিওটি চেয়ারম্যানস অ্যাওয়ার্ড এবং ১৬টি ভাইস চ্যান্সেলরস অ্যাওয়ার্ড।

তিনি আরও জানান, সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন।

সার্বিক আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞানের কেন্দ্র নয় বরং এটি মানবিক মূল্যবোধ, উদ্ভাবন ও নেতৃত্বগুণ গড়ে তোলার এক উর্বর ক্ষেত্র। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য আমাদের সামষ্টিক অগ্রগতির প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, অধ্যবসায়, সততা এবং সৃষ্টিশীলতার পথ অনুসরণ করলে তারা দেশ ও বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

আরএইচটি/এমজে