২০২৬ সাল থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ছয়টি এসএসসি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে। প্রশাসনিক কারণ ও পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় এসব কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

স্মারকে জানানো হয়, ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষার জন্য মোট ছয়টি কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্র প্রশাসনিক কারণে এবং একটি কেন্দ্র পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ কেন্দ্র হাজী এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র কোড ৪৯৪), ঢাকা-৭৮ কেন্দ্র হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ৫৭৮), শিবালয়-২ কেন্দ্র রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র কোড ৫১১), জয়নগর কেন্দ্র জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ৩১২) এবং কামারখালী কেন্দ্র কামারখালী উচ্চ বিদ্যালয় (কেন্দ্র কোড ২৬৭)। এসব কেন্দ্র প্রশাসনিক কারণে বাতিল করা হয়েছে।

এ ছাড়া, বালিয়াকান্দি-২ কেন্দ্র লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ (কেন্দ্র কোড ৩৬৫) পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় বাতিল করা হয়েছে।

এর আগে, পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। একই সঙ্গে, এসব কেন্দ্র সংক্রান্ত কোনো আপত্তি থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে।

আরএইচটি/এমজে