২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, এবার মোট ছুটি রাখা হয়েছে ৬৪ দিন। একইসঙ্গে আগের বছরের তুলনায় আগামী শিক্ষাবর্ষে মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এ বছর শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসে আর বিদ্যালয় বন্ধ থাকবে না। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়ই স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ নিতে হবে। অর্থাৎ রমজানের বড় একটি অংশেই স্কুল খোলা থাকবে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে মোট ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে এসব দিবস মিলিয়ে ছুটি কমিয়ে ১৯ দিন নির্ধারণ করা হয়েছে। এতে ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে যেখানে ১৫ দিন ছুটি ছিল, সেখানে ২০২৬ সালে তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশ থেকেও একদিন ছুটি কমানো হয়েছে বলে শিক্ষাপঞ্জিতে উল্লেখ রয়েছে।

নতুন ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার মতো গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আর বিদ্যালয় বন্ধ থাকবে না। শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরএইচটি/এসএসএইচ