রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটিতে পেছাল বুধবারের ডিপ্লোমা ব্যবহারিক পরীক্ষা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে বুধবারের (৩১ ডিসেম্বর) নির্ধারিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২য় ও ৮ম পর্বের সমাপনী ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত দিনে নেওয়া হবে না। পরিবর্তিত সূচি অনুযায়ী, এসব পরীক্ষা আগামী ১ থেকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে যে কোনো একদিন গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ (ডিপ্লোমা শাখা) থেকে প্রকাশিত এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ডিপ্লোমা) প্রকৌশলী মো. কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য় ও ৮ম পর্বের ব্যবহারিক পরীক্ষা ওই দিন সাধারণ ছুটি থাকায় গ্রহণ করা সম্ভব হবে না।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষাগুলো আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে (প্রয়োজনে শুক্রবারসহ) যে কোনো একদিন নেওয়া যাবে। পরীক্ষাকেন্দ্রগুলো তাদের সুবিধা অনুযায়ী এই সময়ের মধ্যে পরীক্ষা নিতে পারবে। তবে নির্ধারিত এই সময়ের মধ্যেও যদি কোনো কেন্দ্র কোনো পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নিতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষা শেষে ১ম, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ব্যবহারিক পরীক্ষার সঙ্গে নেওয়া যাবে।
এ ছাড়া, পরীক্ষার সময়সূচির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ (মঙ্গলবার) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া।
আরএইচটি/এনএফ