করোনার ঊর্ধ্বগতি ও সরকারের জারি করা বিধিনিষেধের কারণে স্থগিত হওয়া সিনিয়র নার্স নিয়োগের ভাইভা পরীক্ষার নতুন তারিখ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ আগস্ট সিনিয়র স্টাফ নার্স পদের স্থগিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (১ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থগিত মৌখিক পরীক্ষা আগামী ২৭ ও ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের পিএসসি কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের (১০ম গ্রেড) মৌখিক পরীক্ষা গত ২৬ জুন ও ৩ জুলাই হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করে পিএসসি।

সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের কাগজপত্রের এক সেট মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপিসহ অন্য কাগজপত্র মৌখিক পরীক্ষা বোর্ডে আধা ঘণ্টা আগে জমা দিতে হবে। এছাড়া অন্যান্য নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে দেওয়া আছে।

এনএম/জেডএস