জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. মাহবুবুর রশীদের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে আগামী ৩১ অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, 
আগামী ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন। তাই এ আয়োজন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পুনরায় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর জাতীয় শিক্ষা সপ্তাহ আয়োজন করা হয়নি। এ বছর করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দিবসটি পালন করার পরিকল্পনা ছিল।

এসকেডি