সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষকদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। ৩য় শ্রেণির পদটি ২য় শ্রেণিতে উন্নীত হওয়ায় শিক্ষকদের স্ব স্ব নামে গেজেট জারির জন্য শিক্ষকদের তথ্য চাওয়া হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের তথ্য চেয়ে সব সরকারি কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

এতে অধিদফতর বলছে, সরকারি কলেজ ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর শরীরচর্চা শিক্ষকের পদটি ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নীত হওয়ায় স্ব-স্ব নামে গেজেট প্রকাশের জন্য সব সরকারি কলেজ বা সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর কর্মরত শরীরচর্চা শিক্ষকদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

সরকারি কলেজে কর্মরত শরীরচর্চা শিক্ষকদের কিছু কাগজপত্র পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের। এগুলোর মধ্যে আছে, শিক্ষকদের নিয়োগপত্র ও যোগদানপত্র, চাকরি স্থায়ীকরণের আদেশের কপি, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া বিভাগীয় মামলা সংক্রান্ত প্রত্যয়নপত্র, চাকরির ধারাবাহিকতা প্রত্যয়নপত্র, চাকরি সন্তোষজনক প্রত্যয়নপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে চাকরি আত্মীকরণ-নিয়মিতকরণ-পদায়নের কপি এবং চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য। এসব কাগজপত্র প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে সত্যায়িত করে পাঠাতে হবে।

জেডএস